Agaminews
Dr. Neem Hakim

সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য টুলুর মৃত্যু


mugdho khandokar প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২১, ১:৫৩ অপরাহ্ন /
সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য টুলুর মৃত্যু

মো আহসান হাবীব, (লালমোহন) ভোলা প্রতিনিধি :

গত ১০ জানুয়ারি ভোলার চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদ সদস্য আশরাফুল আলম টুলু নিহত হয়েছেন ।

দুপুর ১টার দিকে চরফ্যাশন বাজারের দক্ষিণ পার্শ্বে এই ঘটনা ঘটে। নিহত আশরাফুল আলম টুলু মুক্তিযোদ্ধা মাহে আলম কুট্টি মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের ০৭নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর আহবায়ক ছিলেন। এসময় স্থানীয়রা জানান, লালমোহন থেকে মোটরসাইকেল যোগে চরফ্যাশনে নিজের মালবাহী ট্রাক দেখতে গিয়েছিলেন টুলু । সেখান থেকে ফেরার পথে একটি কাভার্ড ভ্যানের সাথে দূর্ঘটনা ঘটে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন ।

আশরাফুল আলম টুলু মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।