ওবায়েদ, নিজস্ব প্রতিবেদক
রোজ শুক্রবার (১ লা জানুয়ারি ) দুপুর ২ঘটিকা সময় মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম কুমার দাস এর নেতৃত্বে এ এস আই গোলাম মোস্তফা ও এ এস আই রানা আহম্মেদ সহ সংঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের জামালপুর গ্রামস্থ জামালপুর হইতে মাধবপুর গামী পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ৯৩ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার সহ ২ জন কে গ্রেফতার করে কাশিমনগর পুলিশ ফাঁড়ি ।গ্রেপ্তারকৃত কারবারির নাম হলোঃ ১। মোঃ আনোয়ার হোসেন (২৪), পিতা-মৃত আব্দুল হোসেন, সাং-শংকরাদহ, ২। মোঃ শাহিন মিয়া (১৯), পিতা-মো: সোয়াব মিয়া, সাং-পূর্বভাগ, উভয় থানা-নাসিরনগর, জেলা-বি-বাড়ীয়া।এ বিষয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম কুমার দাস গ্রেফতারে বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :