সৈয়দ নাঈম, বরিশালঃ
এ সময় Soft Dream’s Light Foundation এর পক্ষ থেকে বলা হয় অসহায় মানুষেরাও আমাদের মতো রক্তে-গড়া মানুষ। তাদের আমাদের মত জীবন-যাপনের অধিকার রয়েছে। তাই সমাজের সামর্থবানদের নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা প্রয়োজন। আরও বলেন এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। তাই আসুন আমরা সবাই অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসি।
আয়োজনে উপস্থিত ছিলেন Soft Dream’s Light Foundation এর সভাপতি মেহেদী আকন, সহ-সভাপতি মিমু, সাধারণ সম্পাদক রাসেল,
বরিশাল টিম লিডার ইমন হোসেন, সহকারী টিম লিডার জেসিকা জান্নান, বরিশাল টিম এর প্রচার সম্পাদক গোলাম রাব্বি এবং সার্বিক সহযোগিতায় ছিলেন তুলিসহ অনন্য সদস্য’রা।
আপনার মতামত লিখুন :