স্টাফ রিপোর্টার
কম্বল বিতরণ শেষে আমাদের গাইবান্ধা সংগঠন এর সভাপতি সায়াম রহমান বলেন, এই শীতে কম্বল বিতরণ এটা আমাদের প্রথম ধাপ। আমরা এই শীতে আরো কিছু এমন কর্মসূচি রাখব আশা করা যায়। বর্তমানে আমাদের সকল সেচ্ছাসেবীরাই স্টুডেন্ট। তবুও আমরা নিজেদের তহবিল থেকে ও বিভিন্ন অনুদান সংগ্রহ করে দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি রেখেছি৷ এসময় সংগঠন এর সাধারণ সম্পাদক মুসাভ্ভির রহমান রিদিম বলেন, আমরা খুব ভোরে বের হয়ে কামারজানীতে এসে কম্বল বিতরণ করেছি, যাদের কাছে করেছি তারা সবাই খেটে খাওয়া মানুষ। যদি ভোর বেলা না আসতাম তাহলে তারা হয়ত আজকের দিনটা কাজে যেতে পারত না, দিনমজুরিও পেত না।
আপনার মতামত লিখুন :