নিজস্ব প্রতিবেদক :
হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইনের সঞ্চলনায় বিষেশ অতিথি’র বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, দৈনিক কালের চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক রবিউল ইসলাম, একশন এইড বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি আসমা খাতুন, জাতীয় দলের খেলোয়ার ফাতেমাতুজ্জহরা, খাদিজা খানম। এসময় আরো উপস্থিত ছিলেন হেড সংস্থার সহ-সভাপতি আজিজুর রহমান (বাদশা), হেড এর কর্মকর্তা শামিমুল ইসলাম, মনিরুল ইসলাম, জয় সরকার, শরিফা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন তরুণ সমাজ অমিত শক্তির অধিকারী। একটি সুন্দর, সুখী বাংলাদেশ গড়তে তরুণদের অবশ্যই এগিয়ে আসতে হবে। সব বাধা-বিপত্তি পেছনে ফেলে তরুণরা যদি দেশের উন্নয়নে অবদান রাখতে কাজকে জীবনের ব্র্রত হিসেবে গ্রহণ করে তাহলে আমাদের দেশের জন্য তা হবে ইতিবাচক।
দেশকে উন্নতির দিকে, সমৃদ্ধির দিকে, প্রগতির দিকে এগিয়ে নেয়ার জন্য আজকের যুব বা তরুণ সমাজকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। তরুণ্য শক্তি দুর্বার, তাদের গতি সব সময় সামনের দিকে। এ নতুন জীবন দর্শনের মূল কথা হচ্ছে আগামীর জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণ করা। মানুষ তার উদ্যম ও প্রচেষ্টায় ব্যর্থতাকে জয় করেছে। অনুষ্ঠান শেষে ১৪টি গ্রুপের ভলেন্টিয়ারদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আলোর মিছিল গ্রুপের শেখ শরিফ হাসান ও হেড সংস্থার ফিল্ড অফিসার আরিজা আখি।
আপনার মতামত লিখুন :