নিজস্ব প্রতিবেদক :
বিনার মহাপরিচালক ডঃ মির্জা মোফাজ্জল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বিনা বোর্ড অব ম্যানেজমেন্টের সদস্য এড,মোয়াজ্জেম হোসেন।বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সেক্রেটারী অমিত রায়, বিনার পরিচালক প্রশাসন ডঃ মোঃ অাবুল কালাম অাজাদ, পরিচালক প্রশিক্ষন বিনা ডঃ মোঃ জাহাঙ্গীর অালম, পরিচালিক গবেষণা বিনা ডঃ হোসনেয়ারা বেগম, প্রশিক্ষনের সমন্মক ছিলেন মোঃ অাব্দুল হালিম মিয়া ও উপস্থাপনা করেন ডঃ সাকিনা খানম।অনুষ্ঠানে ৮৫;জন সাংবাদিক অংশ নেন।
বিনার মহাপরিচালক ডঃ মীর্জা মোফাজ্জল ইসলাম বলেন, বিনা বিভিন্ন জাতের ধান সহ রবিশস্যর জাত উদ্ভাবন করেছে। এটি জাতীয় প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় সীকৃতি
পেয়েছে। দেশ ও বিদেশে সুনাম কুড়িয়েছে। অাপনারা বিনার কার্যক্রম তুলে ধরেন। একমাত্র সাংবাদিকদের কলমের মাধ্যমে দেশবাসী জানতে পারবে এ প্রতিষ্ঠান
দেশের খাদ্য সহ রবিশস্যর নতুন নতুন জাত উদ্ভাবনে কি ভূমিকা পালন করছে।
আপনার মতামত লিখুন :