* পারসেক ইংরেজি parsec হলো মহাজাগতিক দূরত্ব পরিমাপে ব্যবহৃত একটি একক। যেসব নক্ষত্রের লম্বন ১ সেকেন্ড তাদের দূরত্ব ১ পারসেক। ১ পারসেক = ৩.২৬ আলোকবর্ষ। রাতের আকাশে আমরা যে সকল নক্ষত্র দেখতে পাই তার বেশীরভাগই সূর্য থেকে ৫০০ পারসেক দূরত্বের মধ্যে অবস্থান করছে।
* আলোক বর্ষ ইংরেজি light-year হলো জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত দূরত্বের একক। আলো শুন্যস্থানে এক বৎসর সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোক বর্ষ বলে। এক আলোক বর্ষ দূরত্বের পরিমাণ প্রায় ৯.৪৬১×১০১২ কিলোমিটার বা প্রায় ৫.৮৭৯×১০১২ মাইল। আলোক বর্ষ এককটি মূলত অনানুষ্ঠানিক আলোচনা এবং বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনীতে ব্যবহৃত হয়। পেশাগত জ্যোতির্বিজ্ঞানে গ্যালাকটিক দূরত্ব বুঝাতে পারসেক ব্যবহৃত হয়।।
আপনার মতামত লিখুন :