১৯৭১ সালে বাংলাদেশের বুদ্ধিজীবীদের নির্মূলের পাক ষড়যন্ত্রের দাবিতে অাজ ১৪ ডিসেম্বর সকাল৭ঃ৩০ ঘটিকায় “ভারত-বাংলাদেশ সম্প্রীতি সংসদ” ঢাকার নিকেতনের হাতিরঝিল থেকে গুলশান এভিনিউ পর্যন্ত বাইসাইকেল র্যালি সংগঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তাফসির -এর নেতৃত্বে প্রায় ১২৫ জন অংশ গ্রহন করেন। বুদ্ধিজীবিদের নির্মূলের পাক ষড়যন্ত্রের বিচারের দাবিতে র্যালিতে ” পাক বাহিনীর বর্বরতা ভুলার নয়,” পাকিস্তান বাঙালি বুদ্ধিজীবী নির্মূল করতে চেয়েছিল,পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করা,যতক্ষণ না পর্যন্ত ক্ষমা ক্ষমা প্রার্থনা করা ইত্যাদি লেখা ব্যানার ও প্ল্যাকার্ড ধরে ছিল।
আপনার মতামত লিখুন :