স্বীকৃতি বিশ্বাস
ভৈরব নদের অবৈধ স্থাপনাসমূহ অপসারণের জন্য ইতিমধ্যে ঢাকা থেকে আনা হয়েছে উচ্ছেদকারী জাহাজ “অগ্রগামী।”
অাগামীকাল সোমবার থেকে অবৈধ স্থাপনা অপসারণের কাজ শুরু হবে। বিআইডব্লিউটিএর উপ-পরিচালক শাহ আলম জানান,উচ্ছেদ অভিযান ২ দিন চালানো হবে।এ অভিযানে ভৈরব নদে থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
তিনি আরও বলেন,ভৈরব নদের তালতলা ঘাট থেকে বসুন্দিয়ার আফরাঘাট পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে। বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রট মাহবুব জামিল আভিযান পরিচালনা করবেন।
ফলে অত্র এলাকার সাধারণ জনগনের দীর্ঘ দিনের দাবী “ভৈরব নদ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ “- হবে এবং হাজারো শ্রমজীবি মানুষ আশার আলো দেখতে পাবেন।
আপনার মতামত লিখুন :