Agaminews
Dr. Neem Hakim

বঙ্গবন্ধু’র ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে মধুপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


বার্তাকক্ষ প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২০, ৮:২৭ অপরাহ্ন /
বঙ্গবন্ধু’র ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে মধুপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি :

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) বিকালে উপজেলার অডিটোরিয়াম হল রুমের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগ নেতাদের নেতৃত্বে যুবলীগ, মহিলালীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। পরে তারা একত্র হয়ে বিশাল এক বিক্ষোভ মিছিল নিয়ে মধুপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়াম হল রুমের এর সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে।
ধর্মীয় উগ্রবাদীদের যেখানেই পাবে সেখানেই প্রতিহত করা হবে বলে হুশিয়ারি দিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত এই দেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায়, শেখ হাসিনার উন্নত সমৃদ্ধ ডিজিটাল সোনার বাংলায় ধর্মীয় উগ্রবাদী জঙ্গি মৌলবাদীদের কোনো ঠাই নাই।
এ সময় সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, প্রমুখ