ওবায়েদ, নিজস্ব প্রতিবেদক :
তাদের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তিন বন্ধু মটরসাইকেল নিয়ে বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়, রাত্রিতে আর বাড়িতে ফিরেনি। নিহত সজীবের বাবা জিয়াউর রহমান জিয়া জানান, তিন বন্ধু বিয়ের দাওয়াত খেয়ে মটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয়। রাত্রে আর বাড়ি ফিরেনি। রাত ১১টার দিকে ছেলের মুঠো ফোনে কল দিলেও তা রিসিভ হয়নি। সকালে লোক মুখে জানতে পাই, তিন বন্ধু একসিডেন্ট করে মারা গেছে। পরে আমরা ঘটনাস্থলে পৌছে ডেডবডি সনাক্ত করি।
গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পাই, দুর্ঘনায় নিহত ব্যক্তিরা সবাই আমার পরিচিত। তারা হলো রাজাপুর গ্রামের জিয়ারুলের ছেলে সজীব (১৮), একই এলাকার মতিনের ছেলে ফয়সাল (১৭) ও পাবনা জেলার মুলাডুলি ইউনিয়নের নিকড়হাটা গ্রামের আব্দুস সাইদের ছেলে জিহান (১৮)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা সবাই রাজাপুর ডিগ্রি কলেজের ছাত্র।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করি। দুয়ারিয়া ইউনিয়ন ও গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যানদের সুপারিশে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :