Agaminews
Dr. Neem Hakim

নড়াইলে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু


বার্তাকক্ষ প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২০, ৯:০৪ অপরাহ্ন /
নড়াইলে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

নড়াইলে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ফরিদ বিশ্বাস(৬৩) নামে এক কয়েদি আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফরিদ কালিয়া উপজেলার রামনগর গ্রামের সুলতান বিশ্বাসের ছেলে।

নড়াইল কারাগারের জেলার মাহাবুব কবির জানান, গত ১৪ আগষ্ট ফরিদ বিশ্বাস মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন।আজ বৃহস্পতিবার ভোরে তিনি বুকে ব্যাথা অনুভব কররলে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে তিনি মারা যান।

কারাগারে দায়িত্প্রাপ্ত চিকিৎসক অলোক কুমার বাগচী জানান,হৃদযন্ত্রের ক্রিয়া বন্দ হয়ে তিনি মারা যান।

সদর থানার ওসি মো.ইলিয়াছ হোসেন বলেন, শুনেছি জেলখানা থেকে এক সাজাপ্রাপ্ত কয়েদি হাসপাতালে চিকিৎসাধীনন অবস্থায় মারা গেছে। মৃতের সুরতহাল প্রতিবেদনের জন্য থানা থেকে একজন কমকর্তা পাটানো হয়েছে।