Agaminews
Dr. Neem Hakim

প্রবাসী পরিবারের কোন সদস্যের বয়স ২৫ হলে ইকামা নবায়নে গুরত্বপূর্ণ শর্ত


বার্তাকক্ষ প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২০, ৩:২৫ অপরাহ্ন /
প্রবাসী পরিবারের কোন সদস্যের বয়স ২৫ হলে ইকামা নবায়নে গুরত্বপূর্ণ শর্ত

গাজী আল মামুন সৌদি আরবঃ

প্রবাসী পরিবারের কোনো সদস্যের বয়স ২৫ হলে ইকামা নবায়নের গুরুত্বপূর্ণ শর্ত প্রকাশ করেছে সৌদি পাসপোর্ট অথরিটি। সৌদি প্রেস এজেন্সি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। সূত্র সৌদি গেজেট।

সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা যারা পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন। তারা চাইলে নিজ ইকামার সাথে সাথে পরিবারের অন্যদের ইকামাও নবায়ন করতে পারবেন। তবে সৌদি পাসপোর্ট বিভাগ জানাচ্ছে ওরকম প্রবাসী পরিবার কেউ যদি ২৫ বছরের বেশি বয়সী থেকে থাকে তাহলে তাকে আগে নিজের স্পনসর্শিপ পরিবর্তন করে নিতে হবে।