যাত্রা গান বতর্মান যাদুঘরে স্থান দেওয়ার অপেক্ষায়
বার্তাকক্ষ
প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২০, ১১:২১ অপরাহ্ন /
০
দেবব্রত মন্ডল মনিরামপুর সংবাদদাতা (যশোর)।
যশোর জেলার মনিরামপুর উপজেলায় একসময় যাত্রা গানের ঘাঠি বলে মনে করতেন, বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের যাত্রামোদী সুধী সমাজ। তখন ছিল গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, দাদা- দাদীদের মিষ্টি যর্দা দিয়ে ঠোট লাল করা পানের খিলি। কিন্তু এসব যেন সবই অতীত ঐতিহ্যের ধারক। কোথায় গেলো সেই আনন্দ, মধুর দিনগুলো যা মানুষের মনে এখনো দোলা দেয় মাঝে মাঝে। সেই অতীত ঐতিহ্যকে ধরে রাখতে , নতুন প্রজম্মকে জানানোর জন্য আলিপুর নাট্ট গোষ্ঠী আয়োজন করেছে যাত্রা গান। ভবদহ এলাকার নিমজ্জিত মানুষের মনে একটু শান্তি, একটু সস্তি, একটু বিনোদনের জন্যই তাদের পথচলা।
আপনার মতামত লিখুন :