স্বীকৃতি বিশ্বাস
যশোরের বিপনীবিতানগুলো ঘুরে দেখা যায় নারী-পুরুষ ও শিশুদের বিভিন্ন ধরনের সোয়েটার, কার্ডিগান, কোট, জ্যাকেট, ব্লেজার, শাল, টুপি ও মাফলারে। শহরের অভিজাত বিপনীবিতান সিটি প্লাজা, জেস টাওয়ার, মুজিব সড়কের ফ্যাশন হাউজ থেকে শুরু করে কালেক্টরেট মার্কেট এবং সব ধরনের ক্রেতাদের বাজার বলে খ্যাত যশোর ইনস্টিটিউট মার্কেট-সর্বত্রই শুরু হয়েছে গরম কাপড়ের বেচাকেনা।
সিটি প্লাজায় পুরুষদের ব্লেজার বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৫শত টাকা থেকে ৩ হাজার টাকায়। সোয়েটার ৮শত টাকা থেকে ১ হাজার ২শত টাকা। কোটি ১ হাজার টাকা থেকে ১ হাজার ২শত টাকা। মেয়েদের বিভিন্ন ধরনের সোয়েটার ও কার্ডিগান ৮শত’ টাকা থেকে ৩ হাজার টাকা। মুজিব সড়কের ফ্যাশন হাউজগুলোতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের শীত কাপড়। এখানকার শোরুমে কোট পাওয়া যাচ্ছে ১ হাজার ৮শত’ টাকা থেকে ২ হাজার ৫শত’ টাকায়। বিভিন্ন ধরনের চাদর ৭শত’ ৫০ টাকা থেকে ২’ হাজার ৫শত’ টাকা। নারী, পুরুষ ও শিশুদের বিভিন্ন সোয়েটার পাওয়া যাচ্ছে ১ হাজার টাকা থেকে ৪ হাজার টাকা পর্যন্ত। জ্যানথিকের ম্যানেজার রবিউল ইসলাম সাদেক বলেন, বিক্রি সবে শুরু হয়েছে।
সামনে আরও বাড়বে। কালেক্টরেট মার্কেটে নারী ও পুরুষের বিভিন্ন ধরনের সোয়েটার ও কার্ডিগান বিক্রি হচ্ছে ৮শত টাকা থেকে ২’ হাজার ৫শত টাকায়। ব্লেজার ১ হাজার টাকা থেকে ২ হাজার টাকা। বাচ্চাদের ব্লেজার সেট ১ হাজার টাকা। সোয়েটার ও কার্ডিগান ৫শত’ টাকা থেকে ৮শত’ টাকা। শাল বিক্রি হচ্ছে সর্বনিম্ন ২শত’ ৫০ টাকা থেকে সর্বোচ্চ ২’ হাজার টাকায়। সর্বসাধারনের কাছে চির পরিচিত ও চিরচেনা পুরাতন কাপড়ের জন্য বিখ্যাত ইনস্টিটিউট মার্কেটের দোকানে সোয়েটার, কার্ডিগান, টুপি, মাফলার, হাতমোজা, পামোজা, গাউন, কোট, জ্যাকেটের সরবরাহ দিন দিন বাড়ছে । দাম শুরু হয়েছে ৫০ টাকা থেকে ১ হাজার টাকা বা তারও বেশি। এই মার্কেটের বিক্রেতা বাদল হোসেন বলেছেন, এক সপ্তাহ হচ্ছে এখানে ক্রেতারা শীত কাপড় কিনতে শুরু করেছেন।
আপনার মতামত লিখুন :