মৃত্যুকালে দুই পুত্র,নাতীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে এলাকায় এক শোকাবহ ও বেদনা দায়ক পরিবেশের সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুতে ৯৬ এলাকা একজন নিঃস্বার্থ, পরোপকারী ও জনদরদী লোক হারালো। এ ক্ষতি অপূরণীয়! তাঁর উন্নয়ন কার্মকান্ডের এমন হাজারো ছবি ইউনিয়নবাসীর মানসপটে ভেসে বেড়ায় সারাক্ষণ। ৯৬ এলাকায় জলাবদ্ধতা নিরসনে তিনি অনেক প্রতিকূলতা উপেক্ষা করে টিআরএম প্রকল্প বাস্তবায়ন করেছিলেন যার সুফল এলাকার জনগন দীর্ঘদিন ভোগ করতে পেরেছিল।আজ সেই মহান ব্যক্তির প্রয়াণে আমার ব্যক্তিগত ও দৈনিক দেশের খবর পত্রিকার পক্ষ থেকে শোক প্রকাশ করছি! বিদেহী অাত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
আপনার মতামত লিখুন :