বগুড়ার ধুনটে যাত্রীবাহি বাস উল্টে ১০ জন আহত।সোমবার দুপুর আড়াইটার দিকে বড়বিলা গ্রামে এই দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সৌরভ নামে যাত্রী বাহি বাস বগুড়া থেকে গোসাইবাড়ী বাজারের উদ্দেশ্য রওনা হয়। রাস্তার মাঝে ধুনট উপজেলা গোসাইবাড়ী ইউনিয়নে বড়বিলা এলাকায় পৌছিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পূর্ব পাশে ফাঁকা জমিতে পরে যায়। এই ঘটনায় ১০ জন যাত্রী আহত হয়। স্থানীয় লোক জন ও ধুনট ফায়ার ডিফেন্স সদস্যরা এসে আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।ঘটনার পর ধুনট থানার এসআই রুহুল আমিন ঘটনাস্থলে পরিদর্শন করেন। ধুনট থানার ফায়ার ডিফেন্স কর্মকর্তা আতাউর রহমান জানান, দূর্ঘটনাস্থল হতে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :