Agaminews
Dr. Neem Hakim

নিখোঁজ নেতা-কর্মীদের জনসম্মুখে আনার দাবি বিএনপি’র


বার্তাকক্ষ প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২০, ৬:৫৮ অপরাহ্ন /
নিখোঁজ নেতা-কর্মীদের জনসম্মুখে আনার দাবি বিএনপি’র

আইনশৃঙ্খলা বাহিনীর তুলে নেয়া নেতা-কর্মীদের জনসম্মুখে হাজিরের দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক ও দলের কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ দাবি জানান।

যুবদল নেতা লিয়ন হক, মামুন পারভেজ তন্ময়, তৌহিদুল ইসলাম হাসিব ও ফেরদৌস মজুমদার মাসুম নিখোঁজ রয়েছেন। অবিলম্বে তাদের জনসম্মুখে হাজির করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আমার সঙ্গে আমাদের কয়েকজন নেতাকর্মীর পরিবারের সদস্যরাও উপস্থিত আছেন। যাদের গত তিন দিনে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ নেই।
সংশ্লিষ্ট থানাসহ ঢাকার বিভিন্ন থানা ও সংস্থার দফতরে যোগাযোগ করে খোঁজ নেয়া হলে তাদের আটকের বিষয়টি অস্বীকার করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা অবিলম্বে তাদের জনসম্মুখে হাজির করার দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে ‘নিখোঁজ’ নেতাকর্মীর পরিবারের সদস্যদের মধ্যে লিয়ন হকের বোন আফরোজা পারভিন জেবা, স্ত্রী নিশাত ফাতেমা নিশি, মেয়ে মারিয়া হক নিকি, ফেরদৌস মজুমদার মাসুমের মামা মো. সুমন, তৌহিদুল ইসলাম হাসিবের ভাই মুজাহিদুল ইসলাম সজিব, বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, ঢাকা-১৮ জাতীয় সংসদ উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।