Agaminews
Dr. Neem Hakim

খুলনার তেরখাদায় কলেজ অধ্যক্ষকে কুপিয়ে জখম


বার্তাকক্ষ প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২০, ১২:০৯ অপরাহ্ন /
খুলনার তেরখাদায় কলেজ অধ্যক্ষকে কুপিয়ে জখম

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ

খুলনার তেরখাদা উপজেলায় হাড়িখালি কৃষি ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ আবদুল কাদেরকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে কলেজের অদূরে একটি রাস্তায় এ ঘটনা ঘটে। আহত অধ্যক্ষকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

তেরখাদা থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, সকাল ৭টার দিকে কলেজের অদূরে একটি রাস্তায় হাড়িখালি কৃষি ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষের ওপর হামলা করা হয়। এসময় তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।