Agaminews
Dr. Neem Hakim

“আসল চিনি” ক্যাম্পেইনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান


বার্তাকক্ষ প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২০, ১০:১৩ অপরাহ্ন /
“আসল চিনি” ক্যাম্পেইনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ডাক্তার সাইফুল আলম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির উদ্যোগে ৩ মাসব্যাপি আসল চিনি ক্যাম্পেইনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনলাইনে অনুষ্ঠিত হয় ১২ ই নভেম্বর।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডিজিটাল কমিউনিকেশন স্পেশালিস্ট হাসান বেনাউল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন তথ্য প্রযুক্তির অপব্যবহার করে একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে ভুয়া ও মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার বিষয়ের গভীরে না গিয়ে আধুনিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্লাটফর্মে অনেকে দেশ প্রতিষ্ঠান ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে।

তিনি সমাজের সকল স্তরের মানুষকে মিথ্যা ও গুজবের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এবং `আসল চিনি‘ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেন।