Agaminews
Dr. Neem Hakim

অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েকে বিয়ে দেয়ার প্রস্তুতিতে, জরিমানা


আবদুল্লাহ আল হাদী প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২০, ১১:০৩ অপরাহ্ন /
অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েকে বিয়ে দেয়ার প্রস্তুতিতে, জরিমানা

আজমিরীগঞ্জ প্রতিনিধি : 

 অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েকে বিয়ে দেয়ার প্রস্তুতি গ্রহণকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মতিউর রহমান খানের এর পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানে ভেঙ্গে দেয়া হয়।

সেই সাথে এ অনুষ্ঠান আয়োজন করায়-
১) আব্দুল মুহিত, পিতা আব্দুল মনাফ, সাং জলসুখা, আজমিরীগঞ্জ
২) শহীদুল ইসলাম, পিতা মৃত তৈয়বুর আলী, সাং বিরাট, আজমিরীগঞ্জ কে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে মোট ৭,০০০/= (সাত হাজার টাকা) অর্থদন্ড প্রদান করা হয়। ভবিষ্যতে তারা বাল্যবিবাহ সংঘটনে জড়িত থাকবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।

অভিযানে এএস আই মহসিন এর নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

বাল্যবিবাহ রোধে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।