Agaminews
Dr. Neem Hakim

পার্বতীপুরে নেছামন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন


আবদুল্লাহ আল হাদী প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২০, ২:০৬ অপরাহ্ন /
পার্বতীপুরে নেছামন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

 স্টাফ রিপোর্টার  :  দিনাজপুরের পার্বতীপুরে নেছামন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ওই ভিত্তি প্রস্তর স্থাপন করেন ডাক্তার মোঃ ইমার উদ্দিন কায়েস। জানা যায়, ৩ তলা বিশিষ্ঠ মাদ্রাসা ভবনটির ব্যায় ধরা হয়েছে ৯০লক্ষ টাকা।

ভবনটির নিচতলা ফাঁকা থাকবে এবং প্রতি তলায় ৩টি করে মোট ৯টি শ্রেণীকক্ষ হবে। নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডাক্তার মোঃ ইমার উদ্দিন কায়েস।

তিনি বলেন- করোনাভাইরাস বর্তমান বিশ্বে ভয়াবহ রূপ নিয়েছে। কোন দেশ এখন প্রর্যন্ত কোন ভ্যাকসিন আবিস্কার করে না পারায় …