Agaminews
Dr. Neem Hakim

নাগরনো-কারাবাখ যুদ্ধে আজারবাইজানের বিজয়-সারোয়ার আলম


বার্তাকক্ষ প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ন /
নাগরনো-কারাবাখ যুদ্ধে আজারবাইজানের বিজয়-সারোয়ার আলম

তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদুলু এজেন্সির চিফ রিপোর্টার জনাব সারোয়ার আলম তার ফেসবুক পেইজে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ নিয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি উল্লেখ করেন,

নাগরনো-কারাবাখ যুদ্ধে আজারবাইজানের বিজয়
(ফ্রান্সের বিরুদ্ধে তুরস্কর বিজয়)

অবশেষে পরাজয় মেনে নিলো আর্মেনিয়া! আজারবাইজান এবং আর্মেনিয়ার রাষ্ট্রপ্রধানরা রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি (শান্তি) চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী আর্মেনিয়ার দখলকৃত নাগরনো-কারাবাখের ৭টি অঞ্চলের পাঁচটি আজারবাইজানের কাছে হস্তান্তর করে আর্মেনীয়রা ওই অঞ্চল ছেড়ে যাবে। বাকি দুটি অঞ্চলে তুরস্ক এবং রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী আগামী পাঁচ বছর টহল দিবে। রাশিয়ার ১৯৬০ জন সৈন্য ৯০টি সাঁজোয়া যান এবং ৩৮০টি গাড়ি টহলে থাকবে।

নাগরনো-কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার সবচেয়ে বড় সমর্থনকারী ছিলেন ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো!

খবরঃ পরাজয় স্বীকার করায় আর্মেনিয়ার প্রধানমন্ত্রী এবং তার সরকারের বিরুদ্ধে হাজার হাজার আর্মেনীয়রা রাস্তায় বিক্ষোভ মিছিল বের করেছে।

অপরদিকে আজারবাইজানে চলছে আনন্দ মিছিল। কিন্তু এরই মধ্যে রাজধানী বাকুতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ফলাফলঃ রাশিয়া বিনা পরিশ্রমে নাগরনো কারাবাখ অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ পেল।