Agaminews
Dr. Neem Hakim

গোবিন্দগঞ্জে শিক্ষক কর্তৃক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ


আবদুল্লাহ আল হাদী প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২০, ১:২১ অপরাহ্ন /
গোবিন্দগঞ্জে শিক্ষক কর্তৃক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

মোঃশরিফুল ইসলাম সবুজ,স্টাফ রিপোর্টার : 

  গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষক কর্তৃক ষষ্ঠ শ্রেণির ১৩ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

শুক্রবার (৬ নভেম্বর) ঘটনাটি ঘটেছে উপজেলার নাকাই ইউনিয়নের পূর্ব পোগইল গ্রামে। ঐ গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে নূর আলম স্থানীয় রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

শুক্রবার সাড়ে ৫টার দিকে কৌশলে প্রতিবেশী এক ভাইয়ের বাড়িতে ঢোকেন ঐ শিক্ষক। বাড়িতে ভাই-ভাবিসহ অন্যরা না থাকার সুযোগে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ভাতিজিকে জোরপূর্বক ধর্ষণ করে। বাবা-মা বাড়িতে ফিরে আসলে সে তাদের কাছে ঘটনাটি প্রকাশ করলে প্রতিবেশিদের মাঝে জানাজানি হয়।

এদিকে ঘটনাটি প্রকাশ পাওয়ায় ঐদিন থেকেই গা-ঢাকা দিয়েছে নূর আলম। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরদিকে ধর্ষিতার পরিবার গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের হয়েছে বলে জানা গেছে।