Agaminews
Dr. Neem Hakim

যুক্তরাষ্টের ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচনঃ বাইডেনের জয়- বিশ্লেষন


বার্তাকক্ষ প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২০, ৭:১২ অপরাহ্ন /
যুক্তরাষ্টের ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচনঃ বাইডেনের জয়- বিশ্লেষন

 মনিরুল ইসলাম মেরাজ।

ইতিহাসের পরিক্রমায় পৃথিবীকে বিভিন্ন দেশ বা গোষ্ঠি দ্বারা শ্বাসিত হওয়ার নজির রয়েছে। সরাসরিভাবে শাসন না করলেও অর্থনৈতিক, কূটনৈতিক, বানিজ্যিক, সামরিক ও পররাষ্ট্রনীতি সহ নানা বিষয়ে হস্তক্ষেপ করার মাধ্যমে তারা পরোক্ষভাবে ঠিকই পৃথিবীর সকল দেশকে শাসণ করে। বর্তমানে যুক্তরাষ্ট্র সেই ভূমিকাটি পালন করছে। তাদের রায়ে যেমন বড় বড় ইস্যু ধামাচাপা পড়ে যায় তেমনই তাদের সমর্থনে মানুষের কল্যানে উজ্জ্বল দৃৃষ্টান্ত স্থাপিত হয়েছে। অর্থনৈতিক, কূটনৈতিক, সামরিক, জলবায়ু, বানিজ্য, জলবায়ু, রাজনৈতিকসহ বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তারের মাধ্যমে পৃথিবীর সকল দেশে তাদের সরব উপস্থিতি রয়েছে।

তাই স্বাভাবিকভাবেই যুক্তরাষ্টের প্রেসিডেন্ট নির্বাচনের উপর সবার আলাদা একটা আগ্রহ থাকে। যুক্তরাষ্টের প্রসিডেন্ট নির্বাচন সাধাররনত নভেম্বর মাসের প্রথম সপ্তাহের প্রথম মঙ্গলবারে অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট নির্বাচন ফলাফল সাধারনত তাদের দেশে দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক হলো জনসমর্থিত ভোট আর অন্যটি হলো ইলেক্টোরাল কলেজ ভোট। সাধারন ভাবে ৫৩৮ টি ইলেক্টোরাল ভোটের মধ্যে সর্বনিম্ন ৫৭০ টি পেলেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যায়। তখন আর জনমত হিসেবের ভোটের সংখ্যা কোনো ধরনের প্রভাব ফেলে না। ২০১৬ সালে ইলেক্টোরাল ভোটের চমকেই প্রসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ইতিহাসের পরিক্রমায় পৃথিবীকে বিভিন্ন দেশ বা গোষ্ঠি দ্বারা শ্বাসিত হওয়ার নজির রয়েছে। সরাসরিভাবে শাসন না করলেও অর্থনৈতিক, কূটনৈতিক, বানিজ্যিক, সামরিক ও পররাষ্ট্রনীতি সহ নানা বিষয়ে হস্তক্ষেপ করার মাধ্যমে তারা পরোক্ষভাবে ঠিকই পৃথিবীর সকল দেশকে শাসণ করে।

বর্তমানে যুক্তরাষ্ট্র সেই ভূমিকাটি পালন করছে। তাদের রায়ে যেমন বড় বড় ইস্যু ধামাচাপা পড়ে যায় তেমনই তাদের সমর্থনে মানুষের কল্যানে উজ্জ্বল দৃৃষ্টান্ত স্থাপিত হয়েছে। অর্থনৈতিক, কূটনৈতিক, সামরিক, জলবায়ু, বানিজ্য, জলবায়ু, রাজনৈতিকসহ বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তারের মাধ্যমে পৃথিবীর সকল দেশে তাদের সরব উপস্থিতি রয়েছে। তাই স্বাভাবিকভাবেই যুক্তরাষ্টের প্রেসিডেন্ট নির্বাচনের উপর সবার আলাদা একটা আগ্রহ থাকে। যুক্তরাষ্টের প্রসিডেন্ট নির্বাচন সাধাররনত নভেম্বর মাসের প্রথম সপ্তাহের প্রথম মঙ্গলবারে অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট নির্বাচন ফলাফল সাধারনত তাদের দেশে দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক হলো জনসমর্থিত ভোট আর অন্যটি হলো ইলেক্টোরাল কলেজ ভোট। সাধারন ভাবে ৫৩৮ টি ইলেক্টোরাল ভোটের মধ্যে সর্বনিম্ন ৫৭০ টি পেলেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যায়। তখন আর জনমত হিসেবের ভোটের সংখ্যা কোনো ধরনের প্রভাব ফেলে না। ২০১৬ সালে ইলেক্টোরাল ভোটের চমকেই প্রসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুইজন হলো ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রথম প্রসিডেন্ট ওয়াশিংটন, ১৬ তম প্রসিডেন্ট আব্রাহাম লিংটন এবং বারাক ওবামা সহ প্রায় সকল মেয়াদকালেই সমালোচনায় থেকেছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার সকল প্রেসিডেন্টের নামের তালিকা ও মেয়াদকাল 1

জি । ওয়াশিংটন 1789-1797 কেউ না 2 জন অ্যাডামস 1797-1801 ফেডারেলস্ট 3 টি । জেফারসন 1801-1809 ডেমো-রিপাব 4 জে । ম্যাডিসন 1809-1817 গণতান্ত্রিক-রিপাবলিকান 5 জে । মনরো 1817-1825 ডেমোক্রেটিক-রিপাবলিকান 6 জন অ্যাডামস 1825-1829 জাতীয়-রিপাবলিকান 7 অ্যান্ড্রু জ্যাকসন 1829-1837 ডেমোক্র্যাট 8 মার্টিন ভ্যান প্রতিবেশী 1837-1841 ডেমোক্র্যাট 9 উইলিয়াম এইচ । হ্যারিসন 1841 (ক) হুইগ 10 জন টাইলার 1841-1845 হুইগ 11 জেমস কে । পোল্ক 1845-1849 ডেমোক্র্যাট 12 জ্যাকারি টেইলর 1849-1850 (ক) হুইগ 13 মিলার্ড ফিলমোর 1850-1853 হুইগ 14 ফ্রাঙ্কলিন পিয়ার্স 1853-1857 ডেমোক্র্যাট 15 জেমস বুকানান 1857-1861 ডেমোক্র্যাট 16 আব্রাহাম লিংকন 1861-1865 (ক) রিপাবলিকান 17 অ্যান্ড্রু জনসন 1865-1869 রিপাবলিকান 18 ইউলিসেস এস । 1869-1877 রিপাবলিকান অনুদান 19 রাদারফোর্ড বি. হায়েস 1877-1881 রিপাবলিকান 20 জেমস এ । গারফিল্ড 1881 (ক) রিপাবলিকান 21 চেস্টার এ । আর্থার 1881-1885 রিপাবলিকান 22 গ্রোভার ক্লিভল্যান্ড 1885-1889 ডেমোক্র্যাট 23 বেঞ্জামিন হ্যারিসন 1889-1893 রিপাবলিকান 24 গ্রোভার ক্লিভল্যান্ড 1893-1897 ডেমোক্র্যাট 25 উইলিয়াম ম্যাককিনলে 1897-1901 (ক) রিপাবলিকান 26 থিওডোর রুজভেল্ট 1901-1909 রিপাবলিকান 27 উইলিয়াম হাওয়ার্ড ট্যাফট 1909-1913 রিপাবলিকান 28 উড্রো উইলসন 1913-1921 ডেমোক্র্যাট 29 ওয়ারেন জি । হার্ডিং 1921-1923 (ক) রিপাবলিকান 30 ক্যালভিন কুলিজ 1923-1929 রিপাবলিকান 31 হার্বার্ট হুভার 1929-1933 রিপাবলিকান 32 ফ্রাঙ্কলিন ডি । রুজভেল্ট 1933-1945 (ক) ডেমোক্র্যাট 33 হ্যারি এস ট্রুমান 1945-1953 ডেমোক্র্যাট 34 ডোয়াইট ডি । আইসেনহাওয়ার 1953-1961 রিপাবলিকান 35 জন এফ । কেনেডি 1961-1963 (ক) ডেমোক্র্যাট 36 লিন্ডন বি । জনসন 1963-1969 ডেমোক্র্যাট 37 রিচার্ড এম. নিক্সন 1969-1974 (সি) রিপাবলিকান 38 জেরাল্ড আর. ফোর্ড 1974-1977 রিপাবলিকান 39 জেমস আর্ল কার্টার 1977-1981 ডেমোক্র্যাট 40 রোনাল্ড রেগান 1981-1989 রিপাবলিকান 41 জর্জ বুশ 1989-1993 রিপাবলিকান 42 উইলিয়াম জে. ক্লিনটন 1993-2001 ডেমোক্র্যাট 43 জর্জ ডব্লিউ. বুশ 2001-2009 রিপাবলিকান 44 বারাক এইচ । ওবামা 2009-2017 ডেমোক্র্যাট 45. ডোনাল্ড ট্রাম্প 2017-রিপাবলিকান । ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুইজন হলো ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প গত ৪ বছরে তার নিজের দেশের অর্থনিতী, বানিজ্য, সামরিক শক্তি, এবং তার দেশের অভিবাসন পক্রিয়া নিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে জো বাইডেন ক্ষণ রাজনিতীবিদ এবং সমাজবিদ হওয়ায় তিনিও বেশ শক্ত অবস্থানে রয়েছে।