Agaminews
Dr. Neem Hakim

চার দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ


আবদুল্লাহ আল হাদী প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২০, ৭:৪০ অপরাহ্ন /
চার দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন :   করোনায় প্রফ নয়,৬০ মাসের বেশি বেতন নয়,বন্ড সই দিয়ে কোন পরীক্ষা নয় এবং সেশনজট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষ চাই এই চার দফা দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ করে রেখেছে সরকারি বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা।

বেলা বারোটার দিকে সড়ক অবরোধ করে তারা।বিমানবন্দর ও গুলশান মুখী উভয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।সেখানে গিয়ে এক সপ্তাহের মধ্যে দাবিগুলোর বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানানোর কথা জানান মেডিকেল শিক্ষা বিভাগের পরিচালক ডা.আহসান হাবীব। তবে মৌখিক নয় লিখিত সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত অবরোধ চলবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

প্রতিবেদক: ডা.মো: সাইফুল আলম।