Agaminews
Dr. Neem Hakim

ফ্রান্সে বিশ্বনবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


আবদুল্লাহ আল হাদী প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২০, ৯:১৯ অপরাহ্ন /
ফ্রান্সে বিশ্বনবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বগুড়া প্রতিনিধি :    বগুড়া জেলা ধুনট উপজেলা গোসাইবাড়ী ইউনিয়নে ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্রমূলক কার্টুন প্রদর্শনীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১ নভেম্বর বাদ আছর নামাজ শেষে সকল মুসলিম সমবেত হয়ে গোসাইবাড়ী বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে বিক্ষোভ মিছিলটি করে গোসাইবাড়ী সাত মাথায় মিছিল শেষ হয়ে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা এসে অংশ নেন। মসজিদর ইমাম সহ ২০০ শতাধিক লোক উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা ‘বিশ্বনবী (সাঃ) কে অবমাননার তীব্র প্রতিবাদ ও ফ্রান্সের পণ্য বর্জন করার আহবান জানান। দোয়ার মাধ্যমে সমাবেশ শেষ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, মাওলা নাহিদ হোসাইন,হাফেজ জাহাঙ্গীর আলম, মাওলানা আলমগীর হোসেন জিহাদী, আল-হেলাল, রবিউল, মাওলানা নাজমুল সহ প্রমুখ