Agaminews
Dr. Neem Hakim

নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত


আবদুল্লাহ আল হাদী প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২০, ৯:৫৪ অপরাহ্ন / ০ Views
নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মির্জা মাহমুদ হোসেন রন্টু নড়াইল:   মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২২অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যশোর ও নড়াইল সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট সুমি মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা।

বিশেষঅতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, সহকারি পরিচালক বিআরটিএ যশোর ও নড়াইল মোঃ মোরশালিন, নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাদেক আহম্মেদ খান।

অনুষ্ঠানে, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।